দু’চোখ মুড়িয়েছি রঙ্গীন কফিনে; দেখতে পাচ্ছি না কিছু,
বিজ্ঞাপনে; তবু রেলগাড়ি চলে রঙ্গীন পিঁপড়ের মত।
ঘষা কাঁচের আড়ালে লুকিয়ে রেখেছি সুখানুভূতি।
কী হতাশার জীবন গোঁসাই!
আলোরা ডালপালা ছড়িয়েছে বন বনান্তরে।
চর্ব্বিত মগজের পাশে হাতঘড়ী ঝুলে আছে
হৃদয়ের গোপন কোটরে।
পাল্টে গেছে ঋতুবতী শৈশবের ঘ্রাণ।
শুকনা পাতারা ঝরে পড়ার কালে
মাঝপথে হাওয়া লেগে আবারো উড়ে গেছে
অন্য পথে, ভিন্ন গতিতে; মৃত্যুর মত
বদলে গেছে তারা প্রভিন্ন আঙ্গিকে।
রঙের স্রোত থেকে একটা দৃশ্য উঁকি দিচ্ছিল;
প্রতিচ্ছায়া ছিল সেটা মানুষের– জাগরণের।
সবটা দেখিতে পাই না বলে কোন নিয়ম-কানুন নেই।
সাম্য রাইয়ান রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বিশ্বরূপ — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।