মিত যা কিছু সবকিছুই তার সংক্ষেপিত,
অমিতের নেই সীমা।
সসীমে বাস করে মিত, প্রিয় মিতবাক।
মিতব্যয়ী মিত ব্যয় করে সুখে থাকে তাই,
মিতভূক চিরসুখী, খুশিতে নিত্য চিত্ত পাতে।
মিতভূক্ত মিতাহারী ভোগে না অম্লতায়,
মিত তাই মিতা হয়ে মিতালি পাতে অহিংসায়।
অমিতব্যয়ী অপরিণামদর্শী, মনোকষ্ট পরিণাম,
অমিতভাণ্ডার শূন্য হয় অকালে অমিত্রতা জোটে।
অমিতবাক পরিত্যক্ত হয় তিক্ততা বাড়ায় কেবল,
অমিততেজে অমিত পৌঁছে তবু শীর্ষদেশে।
অমিত্রাক্ষর ছন্দে গ্রন্থিত হল
মিতভাষিণীর অমিত অমৃতবচন,
শিরোধার্য মিত্র তোমার মধুর মিতবাক্য।
রুবি বিনতে মনোয়ার রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, মিত — লেখক নির্দ্ধারিত বানান রীতিতে সম্পাদিত।