কবিতা ছায়ার শোক ও পৃথিবী তার সন্তানদের কোথায় নেয়

পৃথিবী তার সন্তানদের কোথায় নেয়

ধরণী মা হলে আকাশ তো তবে পিতাই
আর আমরা পৃথিবীর সন্তান

না হলে— আমরা তাহলে কারা, আমরা তবে কোথায়?
যদি হয়— আমরা কি পৃথিবীর পেটের ভেতর অবস্থান করছি?
আকাশ ও ধরণীর মাঝখানে, মায়ের পেটে থাকার মত!
আমরা কি ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় আছি?
ভূমিষ্ঠ হয়ে আমরা কোথায় যাব তবে?

যারা মারা যায়, তারা কী আসলে ভূমিষ্ঠ হয় পৃথিবীর
বাইরে কোথাও! পৃথিবী তার সন্তানদের কোথায় নেয়?

 

 

 

ছায়ার শোক

হলকার পিছে পিছে সরে যাওয়া ছায়াকে
ধরতে যাই, পারি না—
ছায়া ক্রমশঃ মিলিয়ে যায় ঐন্দ্রজালিক রোদে

খেয়ালে কত কত রঙ ফুটে আছে;
শব্দের অসুখে
জ্ঞাত ভাষায় তা বলতে পারি না

ব্যাহত মনে অসুখের পরিনাম জেনে
শঙ্কার ডাকে অনিতো ফিরে আসি
ফিরে এসে দেখি, অপনীত পড়ে আছে
আমার ঘরদোর

কত কত সারি, কত কত লোক
দূর থেকে দেখে দেখে
সেই বেচাইন ছায়ার মুছে ফেলি শোক

 

 

 

 

 

অলঙ্করণ : মেহেরাজ হাসান শিশির

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ছায়ার শোক ও পৃথিবী তার সন্তানদের কোথায় নেয় — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *