৮.২ সেকেন্ড কোন রমনীর দিকে গভীর
দৃষ্টিতে থাকালেই যদি
পিটুইটারি গ্রন্হিতে প্রেমের রসায়ন
শুরু হয়,
তাহলে এরকম শেক্সপীয়ারিয়ান
লাভ তো কতো সহস্র জনের জন্যই ছিল,
সে খবর কী রোমিও-জুলিয়েটরা জানে?
সত্যিই যদি প্রেম শুধু ডুপেমিনের খেলা হতো, সমাজ আমার এ অপকর্মের জন্য
কয়েক’শ ক্যারেকটার সার্টিফিকেট কবেই বাজেয়াপ্ত করতো।
বাস্তবে তা হয় নি,
একজনের মন পাবার জন্য
আমাকে তেত্রিশ কোটি দেবতার কাছে
অর্ঘ্য নিবেদন করতে হয়েছে,
বলেছি ‘‘আমার রক্ত মাংসের একজন
পার্থিব মন শুধু দরকার।’’
যার সামনে আয়নার মতো দাড়িয়ে
নিজেকে গুছিয়ে নিতে পারবো প্রতিদিন।
যার সাথে ছোট একটা ছাদের নিচে দাড়িয়ে এই সুনীল আকাশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো অনায়াসেই।
মাহবুবুল ইসলাম রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, প্রেম শুধু ডুপেমিন নয়