প্রিয় কবিতা,
তুমি একটু সেলুলয়েড জগত থেকে ফিরে এসে দেখো।
কয়েকটা গুচ্ছ কৃষ্ণচূড়া ফুল,
দোকানের কাছে গুটিকতেক গোলাপের উপচে পড়া ফুলের ঢেউয়ে,
তুমি ভেসে যেওনা।
তারা তোমাকে সুন্দরের সংজ্ঞা শিখাবে না,
তারা তোমাকে জীবন দেখাবে না।
গাঢ় কালচে সবুজের দিকে তাকাও, চারপাশে ন্যাড়া বৃক্ষগুলোর দিকে তাকাও,
কান পেতে শোন, ঝরা পাতার কান্না। পুরনো গ্রামোফোনের মতো বেজে উঠবে
খসে পড়া পাতার মর্মর শব্দ।
কী নিদারুন কান্না!
যেন অটোম্যান সাম্রাজ্যের নিচে
চাপা পড়ে আছে আর্মেনিয়ান কোন শিশু,
যেন এক একটা পাতা ক্রুশবিদ্ধ যিশু। সেই সব ঝরা পাতারা জানে প্রকৃতির সৌন্দর্য কিভাবে ফোটে,
কিভাবে এক একটা বসন্তের জন্ম হয়,
ট্রোজানদের মতো নিজেদের ধ্বংস করে তারাই,
নির্মাণ করে নতুন কোন সভ্যতা।
তাদের রক্তের অনুবীজ থেকেই জন্ম নেয় রক্তলাল কৃষ্ণচূড়া।
এক একটা বসন্ত, এক একটা
নৈসর্গিক রুপ,
প্রিয় কবিতা, এই ঝরা পাতারাই জানে
কিভাবে অন্ধকারের বুকের পাজর ভেঙ্গে
জন্ম নেয় এক একটা আগুন ঝরা সোনালি দিন।
মাহবুবুল ইসলাম রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ঝরা পাতার কবিতা