বড়োদের শিশুপাঠ থেকে শিখেছিলাম
অ-তে অজগর…
আর ভূগোল পড়েই জেনেছি,
পৃথিবীতে নিঃসঙ্গতার চে’ বড়ো কোন
সাম্রাজ্য নেই,
বর্বরতার চে’ বড়ো কোন শাসক নেই।
তাই এখন শিশুদের কাছে শেখার পালা।
দেখা যাক তারা কী পছন্দ করে?
দেয়াল?
নাকি দিগন্ত?
ইটের শিখর?
নাকি ঘাসের শেকড়?
একবার তাদের জিজ্ঞেস করেই দেখুন,
কী দেখতে পছন্দ করে?
ইটের অরণ্যে মানুষের অসুস্থ প্রতিযোগিতা?
নাকি
ঘাসের পৃথিবীতে সারিবদ্ধভাবে
পিঁপীলিকার হাঁটা?
সিঁড়ি বেয়ে উপরে উঠা?
নাকি
খোলা মাঠ পাড়ি দেওয়া?
তাদের কাছ থেকেই শেখা যাক
জীবনকে কীভাবে দেখতে হয়।
মাহবুবুল ইসলাম রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, শিশুকাল