কিছু কিছু মিথ্যা আছে সত্যকে বাঁচায়
কথায় বলে না— চাচা আপন পরাণ বাঁচা
সবাইতো জানি— জান্ বাঁচানো ফরজ!
আজ যদি সত্য বলি এক নিরীহ প্রাণের দফারফা হবে
ঘরণীর ধ্যাঁতানির চোটে অবশিষ্ট মাথায় যে’কটা চুল
মায়াদয়া পিছুটান ছাড়া তাও ঝরে যাবে সহসাই—
কড়া নাড়বার আগে ঠিক করা আছে
বাঁচাতে আপন প্রাণ অগত্যা বলব মিথ্যা আজ রাতে
— জলপান করি নাই!
পচাচালে পাহাড়ী মউলি
উনুনের আঁচে বাষ্পীভূত, ঘনীভূত, দ্রবীভূত হয়ে
চোঙ্গা বাঁশ বেয়ে যেই জল টুপটাপ পড়ে মাটীর পাতিলে
আর যাতে মিশে আছে
অচিন উস্তাদনীর হাতের পরশ, গুপ্তবিদ্যা!
হাবিব আহসান রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, এক নিশীথের মিথ্যা