হাতটী মাথায় রেখে আশীর্বাদ কর
অবলীলা, আমাকে আরেকবার ছুঁয়ে যাও—
কবী নজরুলের বিদ্রোহী কবিতার
সারবত্তার ভিতর দিয়ে আমাকে হাঁটিয়ে আন
স্পার্টাকাসের শরীর থেকে হাড় এনে
শল্যচিকিৎসায় গেঁথে দাও মেরুদণ্ডে।
আপোষকামিতার নির্লিপ্ত ঘেরাটোপে বন্দী
ঘোর অমানিশা সময়ের অন্ধকারে
মশাল মিছিল সত্য—
বর্শাবিদ্ধকালে প্রতিবাদ ছাড়া অন্য কোন ভাষা
হতেই পারে না সত্য—
আমি নূর হোসেনের মিছিলের যূগপৎ সঙ্গী।
হাবিব আহসান রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বিদ্রোহ