কবিতা নিজের তিরাসের কাছে

নিজের তিরাসের কাছে আমি তো নগন্য মানুষ একটা
বুঝি বা না বুঝি তা’রি ইবাদত করি
সকাল বিকাল মনে মনে বানানো সুরতের আদলে
নিরাকার পাথর ভাঙ্গি চাইরদিকে উড়াই

কা’র ছায়ারে কে ফালায়া যাইতেছে পথে
দূরে যাইতে যাইতে ফসলের বাঁসে ফিরে যারা
তারারেও দেখি চায়ের দোকানে বসি
কতদিন চায়ে চুমুকের আগেই
পাতার হলুদ হৈয়া ঝৈরা যাই মনের গভীরে।

অজানা বাসনাগুলি সব এইখানে আসে
মেল বান্ধে তিরাসের তলে
যেন সে কোন নিরাকার বট গাছ
তার কাছে পুরা হৈতে আ‘সতেছে
জগতের যতসব আফলা কামনা
আমি ত হাতে নিছি তা’র বিষ
ডুবি ভাসি দুনিয়ার আরো আরো মানুষের বিষের গহীনে।

বাওড়ের পাতার মত আমারে উড়াইল কত অযতনে
আমার তিরাস! আইজো তবু
নিজের মনের মধ্যে দুইজনে বাউনির হাওয়া হৈয়া ঘুরি!

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, নিজের তিরাসের কাছে — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *