সপক্ষ, সুনাম, সুখ্যাতি
— বনাম, বদনাম, কুখ্যাতি
সুখী, শান্ত, পরিপূর্ণ
— অসুখী, অশান্ত, অপূর্ণ
সামাজিক, সাংসারিক,পারিবারিক
— অসামাজিক, চোরচোট্টা, আউলাঝাউলা
আধুনিক …
— অনাধুনিক, অ-রোমান্টিক, অ-ক্লাসিক
বিশ্বাসী, ধার্মিক, নৈতিক
— সংশয়ী,বদমাশ,নীতিবিরুদ্ধ
শিক্ষিত, সুদর্শন, গোছালো
— মূর্খ, বিদঘুটে, অবিন্যস্ত
শিকড় সন্ধানী, ঐতিহ্যবাহী
— নির্জল, উন্মূল, নড়বড়ে
অর্জ্জন, সঞ্চয়, প্রতিষ্ঠা
— বিসর্জন, না-যোগী না-ভোগী, ভূক্তভোগী
পরিমিত, স্বল্পাহারী, স্বচ্ছ জলপায়ী
— অপচয়ী, ভরপেট, মাতাল
গৃহকর্ত্তা, গৃহকর্ত্রী, দায়িত্বশীল
— উদাসীন, ভবঘুরে, ফালতু
কেতাদুরস্ত, সুবেশী
— মুখোশপরা, খোলা, ন্যাংটা
বুদ্ধিমান, মস্তিষ্কের কারুকাজ
— নির্ব্বোধ, পেট-চেটের ধান্দাবাজ
চলমান, ভ্রমিষ্ণু
— ঘষা পয়সা, স্থানু
সুস্থ, সমর্থ
— সিজোফ্রেনিক, পাগল
শতফুল ফুটুক চৌপাশে
মধুমাছী জুটুক মৌপাশে
মাছী আর মানুষের শ্রম বিকোয় বাজারে
কিনছে সক্ষম শত বা হাজারে
হাস্য-লাস্য-দাস্য মধ্যবিত্ত
খেয়েপরে সদা উৎফুল্ল চিত্ত
ভাবাভাবি যতই অনন্য
তুমি আমি পণ্য, অতীব নগণ্য!
ভদ্রমহোদয়, হেডিং দেখুন, ক্ষমা করুন।
না লিখে নিরব পদ্য
লেখার বাসনা দগদগে গদ্য
সমস্বরে তোল আওয়াজ
বন্ধ হোক স্বপ্নাতুর বাখোয়াজ।
জীবন রে তোর পায়ে পড়ি, যেমন আছি তেমনই ভাল আপোষে ঢলাঢলি, অনবরত লিখে চলি,
অসমাপ্ত পুরোনো পদ্য কাজ করি খাই, ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
হাবিব আহসান রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বনাম কিম্বা বিলাপ