একজন কবি
নিশ্চিন্ত মনে
ধীরপায়ে এগুলেন
২৬১ এভিনিউ ধরে
মাথায় টুপী
পরনে নিখুঁত
পরিপাটি লিভাইস

কবিই সর্ব্বৈব
যিনি চেয়েছেন
শুধুই কবি হৈতে
আর বই বিক্রেতা হৈতে
আর প্রকাশক হৈতে
অন্য কবির
শিল্পীর
অনুবাদকের

সেই একজন কবি
যে লিখছে
১০০১ টা ভয়াবহ শব্দ
ফিদেল কাস্ত্রোর জন্য

জিজ্ঞাসা কর নেরুদা এবং দান্তেকে
জিজ্ঞাসা কর আমির বারাকাকে
এবং দিয়ানে দি প্রিমাকে
জেগে ওঠুন উইলিয়াম বাটলার ইয়েটস
এডেনা সেন্ট ভিনসেন্ট মিলায়
কথা বলুন
অ্যালেন গিসবার্গের সাথে
যিনি বলবেন
“সেই একজন কবি, যে কক্ষণো
অন্য কিছু
হতে চায়নি”

শুন লি পো’কে
যিনি পান করতেন মোহিনী চাঁদ
আর সময়ের কাপে চুমুক দিতেন

কবিই বিশুদ্ধ এবং সহজ

শুন এপোলিনিয়রকে
এবং জাঁক প্রিভারকে
জ্যাক হার্সম্যান হয়ত বলতে পারেন,
“সে এক মহান হিরণ পাখী
উড়তে চেয়েছে পাহাড়ের ওপর”
সে একজন কবি
বিস্ময়তাড়িত অস্থির

তরুণ লেখকদের
প্রথমবারের মত
পড়তে বল
“অ্যা কোনী আইল্যান্ড …”

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত অনুবাদ কবিতা, একজন কবি — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *