একটা চেয়ারের জন্যই তো এতো সভা,
মিছিলের আযোজন।
অথচ একটি চেয়ার যেটা কিনা
মৃত ডালের তৈরি,
তার সোনালি শৈশব ফেলে
এসেছে বৃক্ষের পরিবারে,
এখন সে নিস্প্রাণ, উবু হয়ে বসে আছে।
কোন অভিযোগ নেই, চাহিদা নেই,
ঘুরছে অনবরত এ অফিস থেকে ও অফিসে…
কর্তার মর্জিমতো…
একদা সোঁজা হয়ে দাঁড়িয়ে থাকা বৃক্ষ
তোমাদের সমাজে এসে,
কী রকম
মেরুদণ্ডহীন হয়ে পড়ে আছে!
মাহবুবুল ইসলাম রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, চেয়ার