স্বাধীনতা বলতে ওরা বুঝত
গুহার ভেতরে অন্ধকার
মুক্তি বলতে ওরা বুঝত
সনদে স্বাক্ষরিত দলিল
সত্য বলতে ওরা বুঝত
অন্ধত্বের কাছে নতজানু থাকা
বিপ্লব বলতে ওরা বুঝত
মুখস্ত বোলীর ঠিকাদারী
আগুনমুখার জলন্ত মোহনা
হাতের মুঠোয় নিয়ে আমি
ফিরে এসেছিলাম আমার
উদ্বাস্ত পিতার কাছে
আমার সকল পরাজয়
জানতেন সেই অসহায় মানুষটা
আরশাদ সিদ্দিকী রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, পর্য্যুদাস — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।