তোমার চুলের জন্য
বুনোফুল
তৃণপ্রমা
আর হয়ত
একটা মৌমাছি চলে গেছে
পাগলের মত
কেবল একটা মৌমাছি হৈতে
আমাদের কেউ কেউ
প্রচুর মধু
খুঁজে পেতে
মাটীর হাঁড়ী
হাতড়াচ্ছিল
সাইকেডেলিক ধাঁধায়
আমরা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে
চলে এসেছি ৯০-এ
তারার মেলায়
ক্লান্তিকর সড়কে
যেখানে কেউ আমাদের
বিশ্বাস করে না
আমরা টিকে ছিলাম
গোলাপ চারায়
জল দিতে, আর
বীজ ছিটাতে
আমাদের বাগানে
একটা খঞ্জনার জন্যে
আশার সীমানা
সাজিয়েছিলাম
সবকিছুকে
অর্থ পূর্ণ কর্তে
আরশাদ সিদ্দিকী রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত অনুবাদ কবিতা, তোমার জন্য — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।