জেগে আছি
শুধু এইটুকু জেনে।
মৃত্যুকে ছুঁয়ে দেখে অলীক পরশে,
হা হা শূন্যতায়!

যে মুখে দেখেছি আমি নিজেরই মুখের ছায়া,
তাতেও ভ্রান্তি ছিল যতটুকু,
কতটুকু ছিল নীড়-নির্জনতা?

ছুটছে সমস্ত কিছু, ছুটে যাচ্ছে ঢেউ
জল- বাষ্পফেনা, মেঘ আর মেঘের সকাশে এসে
পাখিগুলি! এমন সহাস্য বেদনায় তুমিও আমার দিকে
ছুটে এসেছিলে। কাল-কর্ত্তব্য বিস্মৃত,
চোখের ওপরে শুধু চোখ পড়েছিল,
বেজেছিল আলস্য সংগীত!

শুধু এইটুকু জেনে
জেগে আছি,
মৃত্যুকে ছুঁয়ে দেখে অলীক পরশে,
হা হা শূন্যতায়!

প্রকাশিতব্য কাব্যগ্রন্থ থেকে —

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, প্রেম — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *