কী গভীর মন্থর এই চলা- বেড়ালের মত অলস ও দাম্ভিক,
যতটা নৈঃশব্দ্য ধরে এই পদচারণায়, তার চেয়ে বেশী
স্থিতির গিমিক, অবলা-অচল অহঙ্কারে ভেঙে পড়তে চায়;
সাবধানে প্রসারিত হয় পথ, যেন প্রতিটি পায়ের আঘাতে
মেপে দেখে, কতদূর স্পর্ধা পৃথিবীর নির্জন আহত বুকের ওপর
নির্দ্বিধায় বয়ে যেতে পারে, শুধু ক্ষত ধরে, ব্যথাহীন,
আমাদের দেহের ভেতরে চলে সীমাহীন নির্ব্বাক স্পন্দন।
প্রকাশিতব্য তমসাপ্রবঞ্চনা কাব্যগ্রন্থ থেকে —
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, গমন — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।