ভালবাসার গান গেয়ে পাখী আজ ঠোঁট থেকে বের কর্ছে মাইল মাইল অন্ধকার।
পালক থেকে মুছে ফেলেছে জলের দাগ।
সমূহে ঝর্ণা ভেঙ্গে পড়্ছে সাগরের বুকে। যে’খানে জল পড়্ছে সেখানে সৃষ্টি হয় কাল ফুল।
কাল ফুলের পাপড়িতে বিলাপের সুর। বিলাপের শরীর জুড়ে কেবল স্মৃতি।
ফোয়ারা হয়ে ছড়িয়ে পড়ে ভাতের মাড়ে অতঃপর বুদ্বুদ।
বুদ্বুদে ঘুঙ্গুর পরে হেঁটে যায় পরির মতন সুন্দর মেয়ে।
সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত,
রাত থেকে ভোর ছুটাছুটি করে কুড়িয়ে পায় সাফলা ফুলের বিল।
সাফলা দিয়ে সুখ কিনে আনে
আর ধর্ম্মের গান বন্ধ হয়ে আকাশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে একটা বিষন্ন দীর্ঘশ্বাস যা’র রং প্রেমিকের দু’টি চোখ।
জেসিকা আক্তার জেসি রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, প্রেমিকের রং — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।