বুকের ভিতর একটা ঘুঘু হুহু করে কাঁদে।
কোমল হাতে নরম পালকের ভিতর সূর্য্য জ্বলে ওঠে। স্পর্শ পেয়ে সে আরো কাঁদে।
বুকের ভিতর ঝাপটে ধরি
যদি কান্না থামিয়ে ফিক করে হেসে ফেলে আদুরে পাখিটা।
দূরে
আরো দূরে
আল্লাহ আল্লাহ জিকিরে কলরব তুল্ছে হুজুর।
কান্না মুঠোয় নিয়ে পাখিটাকে চেপে ধরি।
অতঃপর
চিৎকার এত চিৎকার যেন কানের পাশ দিয়ে হাযারো সারস পাখী ওড়ে।
নিয়মের বেড়াজালে আঁটকে পড়ে
ঠোঁটে মাছ নিয়ে ফাঁদে পড়া বকের মতন ছটফট করি।
বুকের ভিতর ঘুঘুটা ঘুমিয়ে পড়ুক, ঘুমিয়ে গেলে গালের আইলে লাগিয়ে দেব এলাচের বন।
গন্ধে পাগল হয়ে যাবে একলা পাখী, একলা ঘুঘু আর আমাদের প্রেম।
জেসিকা আক্তার জেসি রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ঘুম — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।