চিরদিন জোকার সেজে মনস্থ করে যায় আঙ্গুলের স্পর্শ তবুও নিস্তার নেই।
শ্বাস ছেড়ে কুড়িয়ে নেয় আয়ু যতটুকু
বেঁচে থাকে এ’সব ভান কেবল।
ভানের শরীর পেরিয়ে অমোঘ সংসার নিয়ে সাদা পৃষ্ঠায় ভরে ওঠে কাঁটাছেড়া জীবন।
যদিও পালানোর পথ নেই তবুও হাঁটু ভাঁজ করে খানিক নৈঃশব্দে কেঁদে নেই।
এ’সব কান্নার রং নীল।
বুকের ভিতরে ঢেউয়ের ওপর ঢেউ আঁচড়ে পড়ে।
পাহাড় সমান উচ্চতা তা’র বারংবার তলিয়ে যাই।
তবুও বাঁচার চেষ্টা। মানুষজন্ম তোমাকে পেরিয়ে আমি গোধূলীর শেষ রং। …
জেসিকা আক্তার জেসি রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, গোধূলী — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।