আমাকেও লুকিয়ে রাখ, সময়ের ক্ষুব্ধ পরম্পরায়,
তারই ঘূর্ণন পথে কেন্দ্রগামী ত্বরণের টানে যেই ব্যাসার্দ্ধ
ধরে রাখে বৃত্তের প্রকৃত চারণভূমি-
তারই মাঝে আরও কিছু অনর্থক নৃত্য দেখি,
দেখি চক্রাকারে ফিরে আসে রাত্রি ও দিন,
অথবা ঘড়ীর ডায়ালে কেউ রেখে দেয় বিভাজন!
তবু তারওতো আবর্ত্তন আছে, আছে ঘুরবার সুখ
অবিরাম অবিরাম ঘুমের মন্থরতা।
প্রকাশিতব্য তমসাপ্রবঞ্চনা কাব্যগ্রন্থ থেকে —
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, অনুভয় — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।