একটা নতুন সকালের রোদ,
বয়ঃসন্ধিকালের লাবণ্য নিয়ে
আমাকে ঘাসের ভিতর এনে দিয়েছিল
স্বল্পদৈর্ঘ্য শিশিরের প্রণয়।
আমি একটা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে
পিছনে, হিরোশিমার সব ক্ষত ভুলে গিয়ে, সামনে এগোতে
হাতে তুলে নিয়েছিলাম
সভ্যতার প্রথম সুমেরীয় চাকা।
নূহের প্লাবনের পর,
তুমিই ত আমার ভুবনে বিবর্ত্তন ঘটিয়েছিলে…
এককোষী অ্যামিবা থেকে বহুপ্রাণের।
অথচ
এক বিষণ্ণ বর্ষায়,
আমার পৃথিবীতে
মেঘের কোলেষ্টেরল দেহ ফেটে
ঝরেছিল সালফিউরিক বৃষ্টি।
প্রত্যেকটা আলোর যমজের মত অন্ধকার
নেমেছিল দেবদারুর বাগানে।।
তোমার এক একটা আততায়ী
নিঃশ্বাস,
আমার টাইমলাইন জুড়ে এনে
দিয়েছিল
শব্দের দুর্ভিক্ষ।
অবশেষে জেনেছি,
প্রেমের চেয়ে মোহময় কোন নিকোটিন নেই,
প্রেমের চেয়ে বিষাদময় কোন মৃত্যু নেই …
মাহবুবুল ইসলাম রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বন্ধু — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।