ওই যে দেখছো সবুজ পাহাড়,
নির্বাণ তত্ত্ব নিয়ে
অহর্নিশ দাঁড়িয়ে আছে,
তার ভিতরে আছে হাজার বছরের দহন পোড়নের লাভার ইতিহাস।
অথচ তোমরা শুধু সবুজ দেখে
মুগ্ধ হতে শিখেছো, অনুভব করতে
শেখোনি।
ইটের অরণ্যে বাস করে,
এক্যুরিয়ামের জল দেখে যাদের অভ্যেস,
তারা কি জানে ঘোলা জলের পৃথিবী কেমন?
তারা দ্যাখে না কিভাবে মা ও বাবাকে শত ঝড় ঝাপটায় ওই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হয়।
কোটি কোটি কার্বন অণু গিলে গিলে
মা ও বাবাকেও এভাবেই গড়তে হয়
সবুজ ক্লোরোফিলের সংসার।
অথচ মানুষ মিছেমিছি বইয়ের পাতায় কতো কিছু না খুঁজে বেড়ায়,
একবার
মা ও বাবাদের তামাটে কুঁচকে যাওয়া ত্বকের ভাঁজ ভেঙ্গে জেনে নাও
প্রকৃত সম্প্রদান কারকের সংজ্ঞা।
মাহবুবুল ইসলাম রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, মা ও বাবা একটি সম্প্রদান কারকের নাম