আমার নাম ফিলিস্তিন, আল-আকসা মসজিদ আমার লজ্জাস্থানের মত পবিত্র
তবুও ইসরায়েলের হাত
কমলার কোয়া থেকে রক্তজবা ফুল তুলে আর আপেলের শরীরে ভুল করে আঁকা শব্দের মত
কাটাকাটির দাগ বসিয়ে দেয় পরম নিষ্ঠুরতায় …
আমি ফিলিস্তিন, আকাশের তারায় আগুন জ্বলে; রাত হয়ে ওঠে কেয়ামত—
তক্ষণ খিদের তাড়নায় আমি গিলে ফেলি আস্ত একটা বোম
তবুও যক্ষণ পাকস্থলী ভরে না তক্ষণ একটা একটা করে বুলেট খাই, খেতে খেতে দেখি—
আমার হৃৎপিণ্ড ফুটা হয়ে জর্ডান নদী হয়ে গেছে, নদী তক্ষণ কাঁদে
কাঁদ্তে-কাঁদ্তে আমি দেখি মীন আমার ভাইয়ের পশমে জমা করেছে
এক কোটি ডিম!
আমি ফিলিস্তিন, বুটের আঘাতে থেঁত্লে পড়ে আছে আমার মস্তিষ্ক
উড়ে চলে গেছে আমার পা, পা খুঁজ্তে খুঁজ্তে খোঁড়া হয়ে ঘুর্ছি পৃথিবী জুড়ে—
হঠাৎ অনুভব পৃথিবী অন্ধকার, ডান হাতে কপাল ছুঁয়ে দেখি আমার নেই চোখ
কোথাও যাইনি আমি, ঘুর্ছি আর মর্ছি; আমি ফিলিস্তিন
আমার কোথাও কেউ নেই— শুধু আল্লাহ্ এবং তা’র রাসূল আছে যা’র তলদেশ দিয়ে নদী প্রবাহিত
তা’র বুকে
আমার নামে একটু জমী লেখা আছে কারণ আমি শহীদ! …
জেসিকা আক্তার জেসি রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, আমার নাম ফিলিস্তিন — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।
শুভ কামনা