সবাই নয়। হয়ত কেউ কেউ
মৃত্যুর মত কিংবা মৃত্যুর কাছাকাছি কিংবা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর।
অপমানে-অপমানে অবগুণ্ঠিত হয়েছি। ফের জেগেছি।
জলে-ডাঙ্গায় কেউ কেউ নয়। হয়ত একা
সবাই নয়। হয়ত কেউ কেউ
অবুঝ পাতার মত গুটায়ে নিয়েছি।
সিঁটায়ে গিয়েছি।
লজ্জায়-লজ্জায় নিজের ভেতরে নিজে।
নিজেকে ফের মেলেছি। লজ্জাবতী লতা
কেউ কেউ নয়। হয়ত একা
সবাই নয়। হয়ত কেউ কেউ
নিজেকে বিকাতে বাজারে তুলেছি।
সবজীর দরে।
শেকড়ের মান ভুলে।
সবুজের চেয়ে সামান্য দামে।
বিকায়েছি নিজেকে।
হাটে-আড়তে-ফুটপাথে
কেউ কেউ নয়। হয়ত একা
সবাই নয়। হয়ত কেউ কেউ
বেভুল স্রোতের টানে ভেসে গেছি।
ক্ষয়ে ক্ষয়ে ফুরায়েছি।
বুকে ভর দিয়ে সরীসৃপের মত আগায়েছি।
শেষ রেখা পারিনি ছুঁতে
কেউ কেউ নয়। হয়ত একা
আরশাদ সিদ্দিকী রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, নিঃক্ষত্রিয় — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।