কবিতা অধিচিন্তাপ্রবাহ

যেই মুখ দেখে মনে আসে সুনিপুণ সেই চারুপরিহাস,
শিল্পীর উন্নাসী চোখ খুঁজে ফেরে যেইভাবে নিরেট পাথরে
শিল্পের অনাম্নী প্রতিমা, কতোটা সখ্যতা আছে
সেইসব স্মৃতি বা স্বপ্নের বল্কলে?

পাখি ও পতঙ্গের কথা বলি, বলি ফুলের সুবাস-
দৃষ্টির সীমানায় কতোদূর গেলে তাকে দিগন্ত বলা যায়?
আকাশ কতোটা বিশাল এই চৌকোণা জানালায়?

একবার উড়ে গেলে সমস্তটাই যায়, তবু মনে রাখি
প্রজাপতি বসেছিলো ফুলের ওপর, যদিবা ফুলও
থাকে না আর! অথবা আমরাও উড়ে যাই,
প্রজাপতি নই, একজোড়া রঙিন পাখনায় আর
ভরসা হয় না আমাদের!

স্বপ্ন থেকে জেগে উঠে ভাবি এও এক স্বপ্ন বুঝি,
অথবা স্বপ্নই এক চিরবাস্তবতা, আমাদের ঢেকে রাখে রঙিন চাদরে।

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, অধিচিন্তাপ্রবাহ — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *