রাত্রী ঘুম ঘুম সান্দ্র হয়ে এলে
নিজেকে শাহজাদী মনে হয়
ঢেউ তোলে মায়াবী মসলিন
মিয়া তানসেন সুর ধরেছেন
মধ্যরাতের দরবারী কানাড়া!
আলোটা নিভিয়ে দাও
জেগে থাক নক্ষত্রের পাহারা!
অন্ধকার চোখে সয়ে গেলে
খুঁজে নেব হারিয়েছে যা কিছু
প্যান্ডোরার বাক্স যেদিন হাত ফসকে …
প্রথম গোলাপ, পাপড়িগুলো
তেমনি সতেজ, টকটকে লাল
খামবিহীন প্রথম চিঠিটা
সুবাসিত তুলোট কাগজে
প্রথম ‘ভালবাসি’ এই রাত্রীর রাগে!
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, শাহজাদী রাত