যতগুলো দুর্গ আছে নারীর হৃদয়ে, তুমি আছ-
ঈর্ষা ও প্রণয়ের ছুরী;
বাসনার ব্যূহ ছিঁড়ে বেরিয়ে এসেছে যারা,
যারা আজ বুদ্ধের মত পথ থেকে পথে, ঘড়ীর কাঁটার ন্যায়
ঘুরে ফিরে, গান গায়- নির্বেদ-নির্ব্বাণ,
সেইসব ব্যর্থ প্রণয় আমি, আমারই দেহের ভারে নত
কফিনের কাঠে লিখে দিয়ে যাব,
সেইসব রূপকথা- তোমাকে শোনাব!
তুমি এক মন্দ্র গোলাপ, কাঁটার বর্মে ঘেরা-অবিনাশী ফুল।
এইসব বিক্রম তবু পরার্ধ কীটের মত
আত্মহননের পথে চিরকাল,
তোমারই জন্য যারা- যত প্রাণ- যতগুলো প্রশ্বাসে আছে
সমাপ্তির কঠোর নিয়তি,
যতটা উদ্যমে বাজে রণহুঙ্কার- তরবারি- যতগুলো অশ্বক্ষুরের ধ্বনি, এই প্রান্তরে-
কেউ জানলো না কেমন গোপনে তুমি চলে গেলে,
এইসব যুদ্ধ ও প্রলয় পেরিয়ে।
আমিতো সামান্য হৃদয় নিজের ছায়ার মত
নিজেকেই করে গেছি চিরকাল তমসাপ্রবঞ্চনা।
প্রকাশিতব্য তমসাপ্রবঞ্চনা কাব্যগ্রন্থ থেকে —
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, তমসাপ্রবঞ্চনা