সাফাইর

🌺🌺

আর্য্যভট্ট! কোথায় শূন্য+তা?

কোন্ নীল শূন্যতায় আকাশকে আকাশে ছড়িয়ে…
(0) শ্যুন্যেয়া হয়ে যাও নিমফুলের পাতায়।

এক অসম্পূর্ণ অস্তিত্বহীন অস্তিত্বে নিরপেক্ষ আওয়াজ;
বিদীর্ণ করছে নালন্দার প্রত্নতত্ত্ব। নাহ! তুমি___
ধনাত্মক কিংবা ঋণাত্মক। কোনটাই নও!

আমি এক পাই। আমাকে নির্ণয় কর মাইক্রোওয়েভে;
দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাবিহীন একমাত্রিক রেখায়,
যেখানে কাঁপছে— হেমন্তের শূন্যপুর বিভিন্ন কম্পাঙ্কে।

টেলিপ্যাথীতে জানাচ্ছ, কোন দুরারোগ্য নেই।
তোমার বিমূর্ত্ত সত্ত্বা দেহের উচ্ছেদে___
কাটারিভোগের গন্ধ ভেসে আসে সসীম শূন্যতায়।

আর, দিশেদিশে— মটরশুঁটিফুলের অপ্রান্তিক নৈঃশব্দ্যে
প্রতিদিন সাফাইরে শরীরবৃত্তীয় কলা___
এক্স এবং ওয়াই। গানিতিক অট্টালিকা, তবু ত্রিকোণমিতির আয়োজন।

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, সাফাইর — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *