নন্দন কাননে
ঘামের শিশিরে ভেজা চিবুকে ফুটেছে
তিলের গরিমা—
স্বাদনপিয়াসিমন হরণে আকুল …
কাজল রাতের আভাময়
উন্মোচনে
আরো কোথায় কোথায় রয়েছে লুকিয়ে
(মুখরিত মন
উচাটন) আবিষ্কারে …
নোটন নোটন বোলে … তালে … জেগে যেতে পারে পাড়া!
টুপ্ টাপ্ শিশির পতনে ভেঙ্গে যেতে পারে
সবুজ শাখায়
নিবিড় ভাষায় ফুটে থাকা ফুলেদের ঘুম …
অতএব
নীরব কথায় তিলাওয়াত হোক তিলার্থ সৌন্দর্য্য!
কথার ফোয়ারা …
একটুও না … হিস্ স্ স্ স্ স্ স্ …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, তিলার্থ সৌন্দর্য্য