ছয় ছয় শতাব্দী চলে যায় …
ঘুম শহরে আজ দীর্ঘতম গ্রহণ!
চাঁদের গায়ে পৃথিবীর ছায়া!
গাড়ী পুল ওভার কর, মুগ্ধ মায়া!
‘হ্যালো, ব্যাকইয়ার্ডে যাও, এখুনি!’
ঘুমচোখ, পাইন ঝোপে শিরশির হাওয়া
আকাশে গ্রহণের অর্দ্ধেক পূর্ণিমা …
গ্রহণে ছায়াময়ী চাঁদ, সুবহেসাদেক!
তুমি কি গ্রহণ আমার
নাকি সূর্য ফোটা ভোর?
মায়াবী নরম ভোরের সীমানায়
জাস্ট আ ফোন কল এ্যাওয়ে
যাপনে উৎযাপনে, আলোয়, গ্রহণে!
যেমনটা তুমি আমি, বহমান রাত্রী-দিনে!
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, গ্রহণ