সামান্য মুখরতা তবে আমাকেও করে নেয় বশ,
এই ভ্রান্তি, এই রাতের আবেশ-
কতোদূর উড়ে যাবে তবে শঙ্খচিলের ডানা?
আমরাও নেমে যাই বণিক জাহাজে,
পাল তোলো, বাতাস হাঁকিয়ে নেবে মাস্তুল ভরা মেঘে।
বালিশের কোমলতা আজ বড়ো বেশি বেমানান মনে হয়,
একগ্লাস জলের তারল্য আর
কতোবার পান করা যায়, শুধু চোখের তৃষ্ণা বাড়ে!
দৃষ্টির সীমানায় তাই এঁকে নেই নীল সমুদ্রফেনা,
আমাদের শৈশবকল্পিত অভিযান।
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, প্রস্থান