গোলাপের নির্জনতা বুকে টেনে নাও,
পাহাড়ী ঝর্ণার সুরে, সিক্ত হাওয়ায়
ভুলে যাওয়া গানে আর অশ্রুজলে
বিশ্রুত জীবনের কথকতা …
যে রাতে স্বপ্ন দেখ তুমি,
সেইসব অরণ্য আর পথের ইশারা
ডেকে ডেকে চলে যায় দূরে,
ফিরে আসে পিঁপড়ের ঢিবি আর
বাতাসে দুলতে থাকা আঙুর লতায়
মিশে থাকা প্রণয়ের সমস্ত নির্য্যাস,
আকাশের পেয়ালায় প্রজাপতি তার
রঙীন পাখনা ডুবিয়ে তৈরি করছে মদ,
আর শুধু বাতাসের ক্রন্দন বাজে
গাছে গাছে, পাতায় পাতায়
তুমি লিখে রাখ সেইসব নাম,
বহুদিন পরে অবসরে কেবলই যাদের
মনে পড়ে যায়।
প্রকাশিতব্য তমসাপ্রবঞ্চনা কাব্যগ্রন্থ থেকে —
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, নস্টালজিয়া — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।