কবিতা নীরবতার সঙ্গীত

জলের নিপুণ থৈ থৈ হতে তুমি হে জলের দেবতা
কোন্ সে নবীন সঙ্গীত বাজালে সমুদ্রবেহালায়?
আমি তারই অন্ধ অনুচর, রাতভর তাই এই
নক্ষত্রবিভূতি?
এককোটি আলোকবর্ষ দূরে
অবশেষে নিঃশেষ হয়ে যেই তারা
নিজের আকর্ষণে কেবল নিজেরই ভেতর
গুটিয়ে যাবার ভান করে,
তার কাছে আরও কিছু অনর্থক গল্প শোনার বাকী ছিল,
আর ছিল সুগন্ধী মদ- সুরের পেয়ালা,
রেখে গেছে তারা শুধু শূন্য পয়ার, দ্বিধাহীন ছিন্ন মেঘের কাছে।
দেখি বাতাসে ভাসতে থাকা জলের কম্পন রেখা
ক্রমশ ভুলতে থাকে আমাদের
নিজস্ব বাতিঘরগুলো,
পথ ভুল করে চলে যেতে থাকে আরও দূরে,
গভীর সাগরে,
মৃত্যু যেখানে বসে আছে নীরবতার সমগ্র যুক্তী নিয়ে।

প্রকাশিতব্য কাব্যগ্রন্থ থেকে —

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, নীরবতার সঙ্গীত — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *