Is all that we see or seem
But a dream within a dream?
— Edgar Allan Poe
তবু তুমি এসেছিলে
স্বপ্নের গভীরে আরও এক স্বপ্ন হয়ে
গাঢ় নীল অন্ধকারে ময়ূরের ডানা
তুমি তার অপর ঠিকানা।
অলস রোদের থেকে ধীরে-
পৃথিবীকে গ্রাস করে নিল কেউ,
জানি, সে-ও এক ব্যথাতুর দৈন্যের সংঘাত,
তারই অমোঘ ইশারা জেনে তবে দুপুরবারান্দাজুড়ে
শুকাতে দিয়েছ তুমি পাখিদের দৃষ্টিভ্রম- অবারিত,
তবু তুমি এসেছিলে, আরও একবার
স্বপ্নের গভীরে আরও এক সুগভীর স্বপ্ন হয়ে।
প্রকাশিতব্য তমসাপ্রবঞ্চনা কাব্যগ্রন্থ থেকে —
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, স্বপ্নের গভীরে এক স্বপ্ন — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।