তবুও মোমবাতীর কম্পমান শিখায়
জ্বালি আতশী প্রাণ, আইরিশ রোজ সুঘ্রাণ!
রাতভর আলো-ছায়া কোলাজ সূফিনাচ ঘূর্ণনে!
চেনা চিরকুট পাঠিয়ে সন্ধ্যে নেমেছিল …
নাগরিক অরণ্যে একফালি কৃষ্ণচূড়া আগুণ
ছটফটে কার্ডিনাল পাখিটার কমলা ঝিলিক ডানায়!
জাদুকরী আঙুলে আগুণ ছুঁয়ে অগ্নিতমা তুমি!
সন্ধ্যের রং বদলে যেতে যেতে ফিকে অন্ধকারে
পুরানো ছায়াদের খুঁজে গেছে স্মৃতি লণ্ঠন দুলিয়ে …
তোমার চোখের সঘন ছায়ারা গাঢ়তর হতে হতে
আলো ঘুম মেখে গহন যাত্রায় … রাত্রী গভীরতমা!
মোম গলে গলে শিশিরের গান, বল, শুভরাত্রী!
এস স্বপ্ন ঘুম, এস সৌম্য সুদূর সকাল!
আলো হয়ে, ছায়াদের পেরিয়ে, প্রগাঢ় মায়ায়!
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, অগ্নিতমা