…………………………………………..
সুরেলা আযান জাগা সুবেহসাদেকে, জ্যোৎস্নার আলো আর
শিশিরের জলে অযু করে
পাখী-সব (কিচিরমিচির) সুরেলা ছুরায় পড়িতেছে সালাত,
সবুজ পাতার মসজিদে।
পরমের পরম আবাস, মাটীর ধরায়
সবুজ পাতার মতবাদে
ঊষার রঙ্গীন আলোর জিকিরে
ফোটে
কুয়াশামুখর ভোর, শ্যামল পাতায় লেগে থাকা শিশিরের জলে
রোদমাখা সোণালী ছটায় সবুজের হাসি,
সবুজিয়াপন্থা—
শ্যামলে শ্যামল নীলিমায় নীল
পরম নিখিলে
সবুজের পদধ্বনিময় বৃক্ষের মিছিলে
(বৃক্ষপূর্ণ) বৃক্ষপূণ্যে
আদিগন্তে ফুটিতেছে ফুলেরা (আমেন … আ মে ন … সুরে) ভ্রমর আকুল …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, সবুজিয়াপন্থা — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।