পাখিদের কোথাও উড়ে যেতে
স্মার্টকার্ড লাগে না,
গোলাপেরা মাখে না আলাদা সুগন্ধি বা আতর,
একমাত্র মানুষেরই সব লাগে-
যেকোন ভূখন্ড বা
হৃদয়ের অলি গলিতে পৌঁছতেও এখন
দরকার পাসপোর্ট, ভিসা কিংবা স্মার্টকার্ডের, কেননা
কেনা বেচার এ যুগে, মাংসাশী প্রাণিদের বাজারে,
হৃদয়ও আজকাল নিলামে বিক্রি হয়,
এখন বুকের ভিতর হৃদয় নেই, শুধু হৃদপিন্ড আছে,
আমাদের প্রত্যেকেরই একটা ভূখন্ড
রয়েছে, তবে সেখানে সাম্রাজ্যবাদীরা নীলকর আদায় করছে অহর্নিশ।
মাহবুবুল ইসলাম রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, স্মার্টকার্ড