…
(পরিয়াছি)
গলার শোভায় রুদ্রাক্ষের মালা। …
দেখিয়া তিনের লীলা, বলিলেন তিন-ই;
‘তিনটা’?! …
বলিলাম, হ্যাঁ। …
আবারো
বলিলেন তিন-ই, কেন তিনটা? …
বলিলাম অতঃপর, এই ‘তিন’ হৈল রহস্য—
‘আলিফ, লাম, মিম’—
যাহার প্রকাশ
(ত্রিশপারা জীবন) হৈলাম আমি
কিংবা আল্ কোরান অর্থাৎ ‘যালিকাল কিতাবু’।
জানে (পঞ্চ) তন্ত্রশাস্ত্র,
(তনুর নন্দনকাননে)
ইহাতে সংযোগ ছূরা কিংবা চক্র ১১৪ টা
(যাহার দুনিয়া ১ + ১ + ৪ = ৬ দিনে সৃষ্টি!);
সাতের আসীন মেনে
যাহার পাঠের সূচনা ছূরা ফাতেহার ০৭ আয়াত দিয়া! …
যাহা চয়িত হয়
চারের দশমিক সূচক চল্লিশের নবুয়্যতে
এবং
পাঁচের দশমিক সূচক
পঞ্চাশের পাঠ ও পালনে—
(ষড়ায়তনে সঙ্গঠিত সাতের সত্তায়/সময়ে)
সচলায়তন করিতে আটরে আরশ! …
তাই
বলিতেছি কি;
(ষড়ায়তনে) করুন চারের চয়ন্, ত্রিরত্ন আমাকে!
ৰলিতেছে আল্ কোরান, ইক্বরা …
তাই
কাটাইবেন না সময় কথার বাজারে, শুনিয়া কথার পাঁচালী!
(তিন-ই) সন্দেহের চোখে
তাকাইতেই,
নাই সন্দেহ ইহাতে কোন অর্থাৎ ‘লারায়ওয়াফী’
রহিয়াছে
মুত্তাকিদের জন্য হিদায়াত
অর্থাৎ ‘হুদাল-লিল মুত্তাকিন’ …
ৰলিয়া এইটুকু, দিলাম রওয়ানা পথের নৈকট্যে …
কারণ,
জানি এইটুকু, মানিবে না কেউ;
তিন পাগলের মেলায় চার পাগলের বয়ান! …
জানি আরো …
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ত্রিশপারা জীবন — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।