বলিয়াছেন গুরুজন, সদা সত্য কথা বলিবে—
তাই
‘প্রকাশ্য সুন্দরে’ বলিতেছি,
তিন সত্য—
(তালব্য) শ,
(মুর্দ্ধন্য) ষ,
(দন্ত্য) স! …
অর্থ্যাৎ
অসীম,
ষ ড় আ য় ত ন,
সৃজন (সময়/সুর)! …
অর্থ্যাৎ
শূন্য,
এক থেকে ছয়,
সাত! …
সুন্দরমে
শিবম্ … ষড়ায়তনম্ … সত্যম্ …
এই
রূপের বিভাগ,
যাহা; শক্তির (ত্রি-মাত্রিক) উদ্ভাসন— নিবিড় প্রকাশ! …
এইটুকু জানে,(সত্যের সন্ধানে) উদিত সূর্য্যর পটভূমিকায় জাগা
(স)কালের আভা
এৰং
তাহার আলোকপিয়াসী সকলেই
এৰং
সাত রঙের সন্ধানদাতা ‘সাদা’—
পাঠ
করিতে পারেন,
শূন্য হৃদয়ের ষড়জ বে-দ-ন; রঙ্গীন কথায়!
সহিতের স-কাতরে, কালের কালিতে লিখিত আছে
সাদা কাগজের পাতায় পাতায়! …
যেইহেতু
সাত/সত্য আড়ালে থাকে, তিন/তথ্য ঘোরাফেরা করে,
(চারিকায়)
তথ্যের সত্যকে চারের চয়ণে—
যাহা,
সাতের সত্তার
জনন্-কারণ [(চার) আর্য্যসত্যে]
‘সত্যম্ সাতের’ গুণিতক > ৰোধের আঠাশ পর্ব্ব
(বিশের অন্তঃস্থ বাহী বিশ্বে)
আটের যাপিত সময়ের প্রকাশন! …
(সাত পাপড়ির মর্ম্মে ফোটা) স্বর্গস্থ পদ্মের মর্ম্ম জানিতেন
(বোধিবৃক্ষে) ধ্যানস্থ সিদ্ধার্থ!
আরো জানিতেন,
(অপার দর্শনে সপ্তম আশ্চার্য্য!)
সৎসঙ্গে,
সত্তার নূতন আবির্ভাবে (সাত ঘাটে জল খেয়ে)
ঘাটের আ-ট-কে
হৈলাম
আটেতে মিত, [আট(ম্)] অ্যাটমের পটভূমিকায়! …
তাপিত হৃদয়ে
নৰোঢ়া বর্ষার ধারা জলে ভেজা
মাটির ধরায়
(বেনীআসহকলায়)
জাগিতেছে জীবনের ধারাপাত > অষ্টাঙ্গিক মার্গ—
আজো জানে;
(আটচালা ঘরে) রঙ্গীন আলোর নৈকট্যপিয়াসী
(উদাসীন হাওয়ার ডাকে চিঠি আসা যানেলার ক্যানভাসে
আ/ঘ্রাণমুখর
(হৈমন্তিক)
হৃদয় লালিত্যে ঝুলে থাকা সপ্তপর্ণার সবুজ সংসার …
রাতের আঁচলে
ঘুম … ঘুম … নিঝুম নিশিথে
(হৃদয়ের কথা
বলিতে ব্যাকুল) দূরের আকাশে ফুটিয়া থাকা সপ্তর্ষি মণ্ডল! …
হিমেল অনুভূতি জাগানো
(আঙ্গিনায় জেগে থাকা) নিশির শিশিরে ভেজা শিউলির ঘ্রাণ
এবং
শারদীয়া অভিসার শেষে
টুপটাপ ঝরে পড়া পাপড়ির গল্পেরাও …
তাই
নমস্য জীবন রাখিল আমাকে আটচালা ঘরে।
আজো
অষ্টপ্রহর কীর্ত্তন শুনি কীর্ত্তনখোলার পথে পথে—
(অষ্টমূর্ত্তি) চিত্তের রঞ্জনে,
[ধাত্ + উ
অর্থ্যাৎ
ধাত্ + (নবরূপে) উত্তীর্ণন্] ক্রিয়ায়
জীবন প্রসন্নে
হাতের আঙ্গুলে পরি অষ্টধাতুর অঙ্গুরীয়,
অস্তিত্বন্
ষড় শক্তিযোজন টঙ্কারী মাঝারে বাজে জীবন রাগিণী …
শক্তির (ত্রি-মাত্রিক) উদ্ভাসন, নিবিড় প্রকাশ—
শ (অসীম),
ষ (ষ ড় আ য় ত ন),
স (সৃজন) সময়/সুর!
এর
মিলন মেলায়
পরিতেছি (গলার মালায়) তিনটা রুদ্রাক্ষ, অষ্টমুখী!
(অষ্টমূর্ত্তি/পঞ্চাননে)
দোহারে
গাহিতেছি গান:
ভবময়ির রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল
শিব ভম্ ভম্
ভবম্ ভবম্
বাজায় ভোলায় গাল …
বিশ্বজোড়া পাঠশালায়,
কারক ও বিভক্তির কার্য্যকারণ তত্ত্বে
পড়িতেছি
জীবনের সারাৎসার > অষ্টাধ্যায়ী ব্যাকরণ >
পাণিনীয়ম্—
লাব্বাইক,
আল্লাহুম্মা লাব্বাইক— ধ্বনির জানানে
ওপরি সত্যের (অবতারণায়) সত্যায়ণ করিতেছে
আটের দর্শনে
[(…) সাত পাক তাওয়াফে] নিত্য জেগে থাকা ক্বাবা …
বোধিবৃক্ষের দেশে; এইসব (খপরাখপর) জানে,
মাটির নৈকট্যে ৰৃক্ষের শাখায় ঝুলে থাকা
সুমিষ্ট ফলের আঁঠি!
যাহা দেখে
খুসীতে আটখানা হয় বনের পাখিরা …
সাতের জাহান্নামে ভীত আটের জান্নাতবাসী আমি,
[দশ]
দাতার অসীম শক্তিযোজকে
[নয়্]
নায় হোয়ার আগে এইবার মানুষ হোয়ার পালা! …
আ-দম-সংসারে
মন আমার উড়িতেছে হাওয়ায় হাওয়ায়
রঙ্গীন ফানুসে (বিষ্ফোরণোন্মুখ অ্যাটমিক বিশ্বে)
জ্ঞ >
জ্ঞেয় >
জ্ঞানে—
[মান্]
মিতির আধার নাকরণ্-অন্-করণ্
[উ]
(নবরূপে) উত্তীর্ণন্
[ষ]
ষড়-শক্তিযোজক [ষড় আয়তন] কর হে, পরমাপ্রকৃতি!
(ষড়ায়তনে)
ষ-বর্ণের অন্তঃস্থ (ছয়টা কারকে)
সম্পাদনায় জীবনমঙ্গল > সপ্তম আশ্চার্য্য!
পাঠে
ষড়ঋতুর কাল-পরিক্রমা,
(স্রষ্টার/সৃষ্টির)
সাত রঙে রঙ্গীন সাহিত্য; রঙ্গীন সময়—
(দ্রষ্টার/দৃষ্টির)
আটকুঠুরী নয় দরযার দেশে
সলাজ দর্শনে
(বৃষ্টিভেজা আকাশের পটে ফোটা) রংধনুরাঙ্গা মন!
প্রকৃতিপুরুষে
স-হ-জ মানুষ খুঁজিয়া বেড়ায় আর্শিনগরের একতারা! …
*** [ছবি: ইণ্টারনেট থেকে সংগৃহীত।]
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, আ ট চা লা ঘ র — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।
মন্তব্যে করার জন্য পড়ি নাই।
ঘুরছি শব্দের বাঁকে বাঁকে, তিন স এর সত্যান্বেষণে
জ্ঞাণের ঘনঘোরে…
ফিরে এলে বলে যাবো যা কিছু পাওয়া হবে….
আপনার জন্যে শুভেচ্ছা …