প্রিয় গজদন্ত,
আজও তোমাকে ভালবাসি—
প্রিয়
তোমাকে ভজনা করি…
দাঁতের ওপরে দাঁতের দাম্পত্যে—
না বি/বাদে, না কলহে,
বলি না কাউকে, একটা থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব!
বরং
দাঁতাল কাহিনীর জনপদে
হাসির ঝর্ণাধারায়
সবুজের বুকে জলের উচ্ছ্বাস দিয়ে
বয়ে যাওয়া নদীর গজদন্ত শাখা ভালবাসি…
প্রিয়
গজদন্ত,
তোমাকে কামনা করি…
দাঁতাল না, আলতো কামড়ে…
ক্ষত
উপশমে…
আরণ্যক টিটো রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, গজদন্ত — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।
বাহ্!