না ৰাঁধিলে আট ঘাট, ৰাজে না তৰলা …
ঠিকঠাক ওঠে না গো সুর …
আজি
এই প্রভাতী রাগে
মনে
ৰাজে গো ব্যঞ্জনা …
তাই
ৰাঁধিৰ তোমাকে, আট ঘাটে, তৰলায়,
সুরেলা রাঁধায়— জানে রাধা!

খেয়ে
নানান ঘাটের জল;
চল
ৰেঁধে আটঘাট
নেমে পড়ি মাঠে … পাঠে, ঘাটের ঘটনা …

দেখে নিই,
গড়ায় কোথায় কোথাকার জল
(সুরেলা গুঞ্জনে) নিয়ে ৰাঁধার রটনা …

সা রে গা মা পা ধা নি … সুরের ঝর্ণাধারায়
জাকির হোসেন
(আজি এই গোলকধামে) ৰাজায় তৰলা।

জীৰন,
যাও কোথায়? ধিনাকি … ধিনাকি …
(ৰাঁধনহারা) এই মন, ৰাজে গো ৰাঁধনে … আট ঘাটে …

 

 

 

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, আটঘাট — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *