কবিতা বুলেট ও বাগান

অস্ত্র ব্যবসায়ীদের বল
হাওয়াই মিঠাই-এর কারখানা দিতে
সন্ত্রাসের হুংকার বন্ধ, নিমেষেই
ভাবা যায়, এখনও লিঞ্চিং
দিনের আলোয়?

কেবল ওদের রঙ কাল বলেই
উল্লাসে মেতে ওঠ মারণ খেলায়
এইবার তোমাদের অস্ত্র আইন বদলাও
গালভরা মানবতাবাদী বিবৃতি দিলেই
সম্পূর্ণ হয় না মানবতার পক্ষে সাফাই!

মাত্র তিন মাস দুই দিন
আহমাড আরবেরি থেকে জর্জ ফ্লয়েড
নামের প্যারেড, অথবা নামহীন ভিকটিম!
অস্ত্র কারখানাগুলো গুঁড়িয়ে নার্সারি বসাও
ফুল ফুটুক, বুলেটের বিনাশ আবিনাশী মরিচায়!

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, বুলেট ও বাগান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *