তারপর শহরের শীত গ্রীষ্মের অলিগলিতে
হেঁটে হেঁটে চারচক্ষু গ্র্যাফিতি…
সাঁকো পেরুনোর অভিলাষ!
স্প্রে পেইন্ট এর উদাসীন পিচকিরি!
ঘাসের ফলায় সন্ধানী লেন্স,
পেইন্ট ব্রাশের এক একটা অকপট স্ট্রোক…
গতিময় ক্যানভাস!
দ্বিমাত্রিকতা পেরিয়ে ত্রিমাত্রিক উচাটন রঙ!
রেলব্রিজকে বুকে ধরে একদিন
রেলব্রিজের ওপার, আরো দূর
পিছুডাকের চারু ধূপছায়া,
এক এক করে পেরিয়ে যাওয়া…
আগল খোলা আকাশময়
নর্দার্ন লাইটস এর ধ্রুপদ নাচের মুদ্রা!
নক্ষত্রের আলোয় পথ হারানো নেভিগেশন,
নাটাই ছেঁড়া আকাশ।
ব্যাক প্যাকার্স ভ্রমণে একদিন আমরাও,
যদি বল, নিরুদ্দেশ…
ঠিক ঠিক আমরাই, ওই যে,
যেখানে আজও যাওয়া হয়নি,
মনে আছে তো, ভ্রমণবৃত্তান্ত,
সেই যে খসড়া খাতায় লেখা?
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ব্যাকপ্যাকার্স ভ্রমণ