তোমার জ্বর গায়ে মেখে হাঁটছি কুয়াশার শহর
জেট ল্যাগ পেরুচ্ছি, মাইলেজ বাড়ছে স্মরণ যাপনে…
ট্রেঞ্চ কোটের পকেট বোঝাই উষ্ণতায় তোমার ভর দুপুর
উইন্ড চিল মাইনাস কুড়ি, হু হু হাওয়ার ঝাপটা চোখে মুখে…
টুপি দস্তানা মাফলারে ওম খুঁজছো, ওতে কি আর যথেষ্ট হয়?
হবে নাকি গরম চা, ঝাল মুড়ি, কম্বল-মুড়ি অলস আবডালে?
পরিযায়ী শিশির ঝরুক কোথাও নিঝুম ঐকতানে,
কোথাও হয়তোবা তুষারপাত, ফিনফিনে মিহিন মায়ায়…
ভূগোল, মানচিত্র, সীমা-রেখার আঁকিবুঁকি, টাইম জোন
গুলিয়ে ফেলুক দিন রাত্রির দিশা, কিছুটা সময়…
আমাদের শীতের গল্পগুলো জুড়ে থাক উষ্ণতার স্মৃতিচারণ
এক একটা ক্রস ওয়ার্ড পাজল সলভ করার চতুরতা!
কিছু প্রগাঢ় হেঁয়ালি, বিরহ আসক্তি, নিবিড় নিশ্চুপি!
যদি বলে ফেলো আজ সেই কথা,
সময়ের পাণ্ডুলিপিতে সম্ভাবনা বৃত্তান্ত।
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, জ্বরের ঘোরে