মারমেইড মুহূর্ত্তগুলো
স্রোত সাঁতরে রূপান্তরের নোঙরে…
উপকূল ছুঁয়ে ছুঁয়ে যাযাবর পাল-মাস্তুল
শূন্যযাত্রায় বাড়িয়েছ আকাশ,
ছায়া নকশায় বিহান-সায়ংকাল,
ট্রপিক্যাল সবুজ ছাড়িয়ে
পর্ণমোচী পদাবলী দিনলিপি জুড়ে!
নিবিড় বিকেলবেলায়
দোল দোল দুলুনি… এক এক দোলায়
চলকে যাচ্ছে চায়ের কাপ!
পায়রা ওড়ানো সকালে
করতলে নমিত আকাশ, আজ বহুদিন!
গিরিবাজ, জালালী, নোটন…
নাম বাহারী পারাবত সময়!
ফড়িং ওড়নায় ভেলভেট বৃষ্টিজল
ঝড়ো সঙ্গীত, বর্ষা কদম, জলের এস্রাজ!
স্মৃতি-মেঘ, একান্ত চন্দ্রাতপ!
ভাসতে ভাসতে উড়ে যাও
নাটাই খুলে নভোনীল অন্তরীক্ষে,
আসমুদ্র জোয়ারে ডুবো-মন আটলান্টিস,
জলে ভেজা চিঠি, প্রত্ন ঠিকানা জলের তলায়!
তুমি ডাক শুনছো, শুনতে পাচ্ছো,
নিমগ্ন অথৈ জল পেরিয়ে লোহিত কণিকায়?
মাঝ রাত্রের তৃষ্ণাজলে ঢেউ উঠছে,
ছুঁয়ে যাচ্ছে কোন বেলাভূমি?
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, মারমেইড মুহূর্ত্ত — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।