সঞ্চরদধরসুধামধুরধ্বনিমুখরিতমোহনবংশম্
— জয়দেব (গীতগোবিন্দ/দ্বিতীয় সর্গ)
এবার মলাট খুলে আমাকে পড় হে তুমি
এমন উলট-পালট, দুনিয়া কাঁপানো সে এক
প্রকট রাগিনী সুরে, আমাকেই উঠ গেয়ে।
বাজো লো বাঁশির সুর বাজো তার ঠোঁটে,
অধর অমৃত তার সুরে সুরে আলোড়িত
আকাশে বাতাসে হায় ছুটে।
একি অনটন, অনিশ স্বপন গেল টুটে,
কী এক শূন্যতা ভরা বুকে!
নিভে গেল প্রদীপের শিখা, নিষুপ্ত রজনী হায়
চুপি চুপি ছোটে পায়
কে গো বনপথে।
চারিদিকে অন্ধকার, বিটপীর ফাঁকে ফাঁকে
বাসুকির ন্যায় যেন উঠে আছে ফুঁসে।
কে গো ডাকে, ডাকে ঐ দূরে,
যতই আগায়ে যায় কী এক কুহকিজালে
আরও দূরে সরে যায়, বাঁশির সুরের ধ্বনি
ধায় পথে পথে,
বাজো লো বাঁশির সুর বাজো তার ঠোঁটে।
প্রকাশিতব্য তমসাপ্রবঞ্চনা কাব্যগ্রন্থ থেকে —
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, অভিসার — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।