নাচো হে ঘুঙুর জড়ানো সন্ধ্যা-নাচো
সারসের চঞ্চুতে-সময়ের বিষাক্ত নিঃশ্বাসে
মলিন হয়েছে চিঠি-কৃষ্ণআখর,
যতোগুলো ধ্বনি আছে ধাতুর ঝংকারে, আছে
ততোগুলো সুর,
তবু কেনো থেমে আছে গান? ভেঙেছে সেতার?
একেকটা তারা যেনো সরে যায় একেকটা চুম্বন থেকে দূরে,
একেকটা যুদ্ধের ইতিহাস পড়ে থাকে ঘোড়াদের মৃত চোখে
ফুলের পরাগ মেখে গায়ে তবু তুমি নাচো,
নাচো এই উদয়পদ্মের ধারে, নাচো
প্রেমে আর উল্লাসে-নাচো।
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, নাচো হে ঘুঙুর জড়ানো সন্ধ্যা — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।