তোমার জন্যে মেঘমল্লার, আকাশ ছেঁচে ঝিরি ঝিরি বৃষ্টি,
এই অবেলার বর্ষণে ভিজবে কি না ভেবে দেখতে পার…
পরদিন সকাল বেলায় রোদ্দুর মাখা সুপ্রভাত বলে
আলো জ্বেলে দিলে দিন দুপুরে…
উত্তুরে রেল গাড়ি গোলাপ বন পেরিয়ে উষ্ণতার দিকে চললো,
ব্যস্ত দিনমান কেউ কি বলবে থেকে থেকে, আছি, খুব কাছাকাছি?
আসছো তো লাঞ্চ ব্রেকের ছুট ছুট চকিত তাড়ায়?
নাকি অপেক্ষায় বেলা গড়াবে শেষ বিকেলে?
সেল ফোন শান্ত শিষ্ট ভালোমানুষের মত চুপচাপ
ব্যাগের কোনে পড়ে রইলো, কোন সাড়া শব্দ নেই,
আঙ্গুলগুলো এটা সেটায়, একটু অলসতার আদিখ্যেতায়!
তুমি ভাবলে পুবের শব্দ তরঙ্গেরা ভুলে গেছে অতীত উচাটন…
আমি বললাম, নৈশব্দের সাথে সখ্য,
ভাবনায় ভাবনায় টেক্সটিং পেরিয়ে দূর পাল্লার দৌড়…
তুমি বললে, বেশ! শেষ বিকেল তখন বাড়ি ফিরছে
পথ ভেঙে ভেঙে, রিয়ার ভিউ মিররে সূর্যের সাথে
চোরা চোখাচোখি, তোমাকে সেই কথাটা বলা হ’ল না।
লুবনা ইয়াসমিন রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, টেক্সটিং — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।