মৌন নিশিথে ফুটেছে হাস্নাহেনা
ঘুমজড়ানো আঁধারের মৌতাত
অসহ্য এ উপেক্ষা যন্ত্রণা
কতোদূর আর ইপ্সিত প্রতিঘাত?
এই তবে ভালো দূরে দূরে ফুটে থাকা
বিপরীত ফুল, রৌদ্রের স্নেহে মাখা
কতোটুকু আর বিকেল রয়েছে পড়ে?
তবুও তোমার পালকের কম্পনে
ফিরে ফিরে আসে মোহমৃত সাম্পান
ব্যর্থ জীবনে নির্মোহ স্পন্দনে
ব্যাকুল আঘাতে মুখর পুষ্পবাণ
এসেছিলে তবে প্রোত্থিত প্রেমের ছলে
ফুটেছিলো ফুল নবারুণ বিন্যাসে
ছুঁড়ে দিলে তা-ই নিষ্ঠুর হলাহলে
নির্বাক জল কাঁদে ক্রুর পরিহাসে
বিক্ষত প্রপেলার…
এ হাসি তবুও ঝরনাধারার মতো
ছুঁয়ে ছুঁয়ে যায় ক্লেশিত পাথর মন
মাস্তুলে মেঘ জলছায়া প্রতিহত
ফিরে আসে যেন সমুদ্রে মন্থন!
তানভীর আকন্দ রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, ঝরনাধারার হাসি — প্রকৃতিপুরুষ বানান রীতিতে সম্পাদিত।