কবিতা প্রথম তুষার

আকাশ ভেঙ্গে রূপার গুঁড়ো, দিনভর
শ্রবণাতীত তরঙ্গে অবিশ্রান্ত রূপা বৃষ্টি
জমে উঠছে একটা রূপালী রূপকথা
জানালায় তুষারবৃক্ষ, কী নামে ডাকি তোমায়?

হিমাঙ্ককে পেরোয় অভিলাষী উল্টোরথ
জলের ওপর অপরূপ ক্রিস্টাল ফুল!
দূরে হ্রদের জলে সূর্য্যের প্রতিশ্রুতি,
উষ্ণতার খোঁজে ডলফিনেরা জটলায় …

দলছুট মীনশিশু সাঁতরায় সূর্য্য বরাবর
পোর্ট ক্রেডিটের জলসীমা ছুঁয়ে আছে
প্রাগৈতিহাসিক জাহাজটার নোঙ্গর
অতিকায় এক সী-ড্রাগনের মত …

বাতাসে ভেসে আসে প্রাচীন নাবিকের গান
পেছনে একলা বাতিঘর
প্রিজমের পিরামিডে ক্রিস্টাল মুহূর্ত্ত
থমকে আছে বিশাল কাঁচের বুদ্বুদে!

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, প্রথম তুষার — তে সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *